আমিন সিটি

আমিন সিটি পূর্বাচল প্রকল্পটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি মাষ্টার প্ল্যানের অংশ, যেখানে রাজধানী ঢাকার বর্ধিত অংশ সংযুক্তে উন্নীত একটি প্রকল্প। এই প্রকল্পটি আন্তর্জাতিক ডেভেলপারদের সাথে যৌথভাবে পরিচালিত একটি সুবিশাল পরিকল্পিত নগরী। এই প্রকল্পটি আবাসিক, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক ভবন নির্মাণে একটি সকল সুবিধা সম্বলিত পরিকল্পিত নগর, যেখানে সকল নাগরিক সুবিধার এক অমায়িক সংমিশ্রণ অন্তর্ভুক্ত করেছে। প্রকল্পের নির্ধারিত আবাসিক অংশে থাকছে জনবসতি, বাসা-বাড়ি, টাউনহাউজ, অ্যাপার্টমেন্ট এবং কনডমিনিয়াম। বাণিজ্যিক অংশে অফিস ভবন, ডিপার্টমেন্টাল স্টোর, শপিং কমপ্লেক্স, রেস্তোরা ইত্যাদি থাকবে। এছাড়াও স্কুল, কলেজ, হাসপাতাল এবং অন্যান্য সরকারী দাপ্তরিক সুবিধা নিয়ে প্রাতিষ্ঠানিক অংশ সুপরিকল্পিত। এই প্রকল্পটিতে থাকছে আধুনিক যুগের দক্ষ হাতের ছোঁয়া, যেখানে নিরাপদ বন্ধুত্বপূর্ণ সেবায় নিয়োজিত থাকবে ইনফরমেশন টেকনোলজি সহ অন্যান্য...

বিস্তারিত গুগোল ম্যাপ ব্রুশিয়ার

আমিন সিটি পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়াই সঠিক সিদ্ধান্ত, কারণ

new
প্রকল্পটি প্রাকৃতিকভাবে উঁচু ও রাজউকের নীতিমালা অনুযায়ী পরিকল্পিত ও অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা নিয়ন্ত্রীত।
new
এখনই বসবাসের জন্য বাড়ি করার উপযোগী। জমি সম্পূর্ন নির্ভেজাল ও নিস্কন্টক এবং সরকারী বা খাস জমি নাই।
new
প্রাকৃতিক ভাবে উচুঁ হওয়ায় অধিকাংশ প্লটেই পাইলিং এর প্রয়োজন হবে না। প্রতিটি প্রকল্পে থাকবে সুনির্দিষ্ট গ্রীন জোন |
new
প্রকল্পে রয়েছে অভ্যন্তরীণ ৮০, ৬০, ৪০ ও ২৫ ফিট রাস্তা ও মূল প্রকল্প পথ ৮০ ফিট রাস্তার সাথে অবস্থিত ।
new
প্রকল্পটি জিন্দা পার্ক, ডিপলোমেটিক জোন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু ট্রাই-টাওয়ারের সন্নিকটে অবস্থিত।
new
প্রতিটি ব্লকে থাকছে খেলার মাঠ, মসজিদ ও বাজার । প্রকল্পের সকল প্লট মালিকগনই সোসাইটির সদস্য হবেন।

প্লট বরাদ্দের নিয়মাবলী

  • প্লট মূল্য, বুকিং মানি ও ডাউন পেমেন্ট কোম্পানীর নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী নির্ধারিত হবে।
  • প্লট খালি থাকা সাপেক্ষে গ্রাহক তার পছন্দ অনুযায়ী প্লট বুকিং দিতে পারবেন।
  • সকল পেমেন্ট কোম্পানীর নামে চেক/ক্যাশ/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/বিকাশ/নগদ এর মাধ্যমে পরিশোধ যোগ্য। কোম্পানীর নির্ধারিত আবেদন ফরম পূরন করে গ্রাহকের এবং নমিনীর দুই কপি ছবি ও জন্মনিবন্ধন সনদ/পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিয়ে প্লট বুকিং করা যাবে।
  • বুকিং এর পরবর্তী ৩০ দিনের মধ্যে ডাউন পেমেন্ট বাবদ ৩০% টাকা জমা দিতে হবে (কিস্তির ক্ষেত্রে)।
  • ডাউন পেমেন্ট প্রদানের পর প্রত্যেক প্লট গ্রহীতার ননজুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদিত হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রতি বরাদ্দ ও প্লট পছন্দের সুযোগ দেয়া হবে।
  • প্লট রেজিষ্ট্রেশনের জন্য দলিলের ষ্ট্যাম্প ডিউটি, রেজিষ্ট্রেশন ফি, ভ্যাট, ডকুমেন্টেশন চার্জ ও তদসংক্রান্ত অন্যান্য খরচাদি ক্রেতা বহন করবে ।
  • সম্পূর্ণ মূল্য পরিশোধের ক্ষেত্রে ক্রয়কৃত প্লটটি বা জমি তৎক্ষণাৎ সাফ কবলা রেজিস্ট্রি করে দেয়া হবে।
  • প্রকল্পের পানি, গ্যাস, বিদ্যুৎ, মেইন লাইন ইত্যাদি কোম্পানী নিজ উদ্দ্যোগে স্থাপন করবে । প্রত্যেক ক্রেতা মেইন লাইন হতে স্ব-স্ব প্লটে উপরোক্ত সংযোগ সমূহ নিজ খরচে স্থাপন করবেন |
  • প্লট হস্তান্তরের পূর্বে বাজার মূল্য অনুযায়ী প্রত্যেক গ্রাহককে ইউটিলিটি (পানি, বিদ্যুৎ গ্যাস ইত্যাদি) টাকা প্রদান করতে হবে।
  • প্লটের সমুদয় অর্থ পরিশোধ সাপেক্ষে কোম্পানী কর্তৃক উন্নয়ন শেষে প্লটের সীমানা নির্ধারন পূর্বক এটি হস্তান্তর করা হবে।

ভিডিও গ্যালারী