কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে যা রাজউক পূর্বাচল উপশহরের ঠিক পূর্ব দিকে ২১ ও ৩০ নং সেক্টরের সাথে ও শীতলক্ষা নদীর কোল ঘেঁষে গড়ে উঠছে “আমিন সিটি পূর্বাচল”। প্রকল্পটি সম্পূর্ন বন্যামুক্ত ও প্রাকৃতিকভাবে উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় ভুমিকম্পের আশঙ্কা সর্বনিন্ম। প্রকল্পটি ডিটেইল এরিয়া প্লান মতে বৃহত্তর ঢাকা মহানগরীর বসতি অংশে অবস্থিত। পরিকল্পিত আবাসস্থলটি আপনাকে এক অনন্য উপহার দেবে: শহরের সুবিধার সাথে প্রকৃতির কোলায়চুম্বন! প্রাকৃতিকভাবে উঁচু ভূমিতে গড়া হওয়ায় বন্যার ভাবনা এখানে দূরের কথা, আর শীতলক্ষা নদীর মৃদু ঢেউ আপনাকে শান্তির ঘুমে জড়িয়ে দেবে।