আমিন সিটি

কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে যা রাজউক পূর্বাচল উপশহরের ঠিক পূর্ব দিকে ২১ ও ৩০ নং সেক্টরের সাথে ও শীতলক্ষা নদীর কোল ঘেঁষে গড়ে উঠছে “আমিন সিটি পূর্বাচল”। প্রকল্পটি সম্পূর্ন বন্যামুক্ত ও প্রাকৃতিকভাবে উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় ভুমিকম্পের আশঙ্কা সর্বনিন্ম। প্রকল্পটি ডিটেইল এরিয়া প্লান মতে বৃহত্তর ঢাকা মহানগরীর বসতি অংশে অবস্থিত। পরিকল্পিত আবাসস্থলটি আপনাকে এক অনন্য উপহার দেবে: শহরের সুবিধার সাথে প্রকৃতির কোলায়চুম্বন! প্রাকৃতিকভাবে উঁচু ভূমিতে গড়া হওয়ায় বন্যার ভাবনা এখানে দূরের কথা, আর শীতলক্ষা নদীর মৃদু ঢেউ আপনাকে শান্তির ঘুমে জড়িয়ে দেবে।

বিস্তারিত গুগোল ম্যাপ

আমিন সিটি পুর্বাচলে প্লট বরাদ্দ নেয়াই সঠিক সিদ্ধান্ত, কারণ

new
রাজউকের নীতিমালা অনুযায়ী পরিকল্পিত ও অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা নিয়ন্ত্রীত।
new
জমি সম্পূর্ন নির্ভেজাল ও নিস্কন্টক এবং সরকারী বা খাস জমি নাই।
new
প্রাকৃতিক ভাবে উচুঁ হওয়ায় অধিকাংশ প্লটেই পাইলিং এর প্রয়োজন হবে না।
new
প্রকল্পটিতে রয়েছে সঠিক অবকাঠামো যুক্ত বহুমুখী যাতায়াত ব্যবস্থা।
new
উপশহরের সকল সরকারী সুযোগ-সুবিধা পাওয়ার নিশ্চয়তা।
new
প্রকল্পের সকল প্লট মালিকগনই সোসাইটির সদস্য হবেন।

প্লট বরাদ্দের নিয়মাবলী

  • কোম্পানীর নামে প্লট প্রতি ১,০০,০০০/= টাকা নগদ/চেক/ পে-অর্ডার সহ নির্ধারিত ফরম পূরন করে এক কপি ছবি ও জন্মনিবন্ধন সনদ/পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিয়ে প্লট বুকিং করা যাবে।
  • বুকিং এর পরবর্তী ৩০ দিনের মধ্যে ডাউন পেমেন্ট বাবদ ৩০% টাকা জমা দিতে হবে (কিস্তির ক্ষেত্রে)।
  • ডাউন পেমেন্ট প্রদানের পর প্রত্যেক প্লট গ্রহীতার ননজুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদিত হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লট বরাদ্দ ও প্লট পছন্দের সুযোগ দেয়া হবে।
  • প্লট রেজিষ্ট্রেশনের জন্য দলিলের ষ্ট্যাম্প ডিউটি, রেজিষ্ট্রেশন ফি, ভ্যাট, ডকুমেন্টেশন চার্জ ও তদসংক্রান্ত অন্যান্য খরচাদি ক্রেতা বহন করবে।
  • সম্পূর্ন মূল্য পরিশোধের ক্ষেত্রে ক্রয়কৃত প্লট বা জমি তৎক্ষনাত সাফ-কবলা রেজিষ্ট্রি করে দেয়া হবে।
  • প্রকল্পের বৃহত্তর সার্থে ও ক্রেতাদের সুবিধার্থে প্রকল্পের নকশা, লে-আউটের পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করার ক্ষমতা কোম্পানী সংরক্ষণ করে।
  • ক্রেতা তার বরাদ্দকৃত প্লট কেবল মাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন এবং প্লটের সকল প্রকার উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা অনুসরণ করতে হবে।
  • প্রকল্পের পানি, গ্যাস, বিদ্যুৎ, মেইন লাইন ইত্যাদি কোম্পানী নিজ উদ্দ্যোগে স্থাপন করবে। প্রত্যেক ক্রেতা মেইন লাইন হতে স্ব-স্ব প্লটে উপরোক্ত সংযোগ সমূহ নিজ খরচে স্থাপন করবেন।
  • প্লট হস্তান্তরের পূর্বে বাজার মূল্য অনুযায়ী প্রত্যেক গ্রাহককে ইউটিলিটি (পানি, বিদ্যুৎ গ্যাস ইত্যাদি) টাকা প্রদান করতে হবে।
  • প্লটের সমুদয় অর্থ পরিশোধ সাপেক্ষে কোম্পানী কর্তৃক উন্নয়ন শেষে প্লটের সীমানা নির্ধারন পূর্বক প্লট হস্তান্তর করা হবে।

ফটো গ্যালারী

new
থ্রীডি ফটো
new
থ্রীডি ফটো
new
থ্রীডি ফটো
new
প্রোজেক্ট ম্যাপ
new
প্রোজেক্ট ম্যাপ
new
প্রোজেক্ট ম্যাপ
new
আপডেট ফটো
new
আপডেট ফটো
new
আপডেট ফটো